আমাদের প্রতি বিদেশি কোনো চাপ নেই : ইসি আহসান হাবিব
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ‘আমরা মনে-প্রাণে একটি অংশগ্রহণ মূলক, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। আমাদের প্রতি পশ্চিমা বিশ্ব বা বৈদেশিক কোনো চাপ নেই, তবে সরকারের ওপর চাপ রয়েছে কি না, তা আমি জানি না।’
আজ সোমবার (২৭ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইসি আহসান হাবিব খান বলেন, ‘তফসিল পরিবর্তনের জন্য কেউ লিখিত আবেদন করলে নির্বাচন কমিশন বৈঠক করে বিবেচনা করবে। কিন্তু আজ পর্যন্ত কেউ আবেদন করেছে বলে আমি জানি না।’
ইসি আহসান হাবিব খান আরও বলেন, ‘আমাদের প্রতি পশ্চিমা বিশ্ব বা বৈদেশিক কোনো চাপ নেই, তবে সরকারের প্রতি চাপ আছে কি না, তা আমি জানি না। রাজনৈতি ভাবে সেটি সরকার মোকাবিলা করবে।’
আহসান হাবিব খান আরও বলেন, নির্বাচনের আগে-পরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষে বা বিভিন্ন মহল থেকে নানা ধরনের গুজব বা অপপ্রচার ছড়ায় এবং অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন। কোনো গুজবের সন্ধান পেলে বা এ রকম পরিস্থিতি তৈরি হলে আপনারা দ্রুত গুজবকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেবেন। আপনারা জেলা ও উপজেলা পর্যায়ে সার্বিকভাবে খোঁজ খবরের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়াচ্ছে কি না সে বিষয়ে নজরদারি বৃদ্ধি করবেন।
আহসান হাবিব খান আরও বলেন, নির্বাচনের সময় অনেক প্রভাবশালী মহল বা রাজনৈতিক দলের নেতা, সাবেক ও বর্তমান মন্ত্রী এমপিসহ নানা মানুষ এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তাদের মধ্যে কেউ কেউ নির্বাচনের সময় অনেকে পেশিশক্তি, অর্থশক্তি বা ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করে। কালো টাকা ব্যবহারের কথাও শোনা যায়। আপনারা চোখ-কান খোলা রেখে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন। তবে বিনয়ের সঙ্গে ব্যবহার করে সঠিক আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে কখনোই সুন্দর সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় মন্তব্য করে ইসি আহসান হাবিব খান বলেন, আমরা চাই প্রশাসন ক্যাডার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান থাকুক এবং একে অপরের সহযোগী হিসেবে কাজ করুক। এতে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে। প্রার্থী, ভোটার, রাজনৈতিক দল, পর্যবেক্ষক থেকে শুরু করে সব মহলের আপনাদের তথা নির্বাচন কমিশনের প্রতি আস্থা বৃদ্ধি পাবে। পোলিং এজেন্টদের হয়রানি করা যাবে না।