নাশকতার মামলায় যুবদলনেতা ইসহাকসহ ১৬ জনের কারাদণ্ড
রাজধানীর বংশাল থানায় নাশকতার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ ১৬ জনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাউদ্দিন সোহাগ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী পারভেজ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পারভেজ বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন–ইসহাক আলী সরকার, মো. মোহন, রফিকুল ইসলাম, ডলার ইকবাল, মো. শাজাহান, আব্দুল করিম, সিরাজ শেখ ওরফে বাঙাল সিরাজ, মোহাম্মদ মাসুম, মো. বেলাল হোসেন, রাজু আহমেদ, আব্দুর রহমান ওরফে বোমা রহমান, মোহাম্মদ সেন্টু, মো. ফারুক, মোহাম্মদ কামাল হোসেন, জুবায়ের আলম ও কামরুল ইসলাম।’
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের অক্টোবর মাসে নাশকতার অভিযোগে বংশাল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এরপরে আসামিদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।