উইলিয়ামসনের সেঞ্চুরি ছাপিয়ে স্বস্তিতে বাংলাদেশ
সিলেট টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বড় মাথাব্যথার কারণ ছিলেন কেইন উইলিয়ামসন। উইকেট আগলে রেখে দিনের তৃতীয় সেশনে সেঞ্চুরির দেখাও পেয়ে যান কিউই তারকা। তবে, এরপর পারলেন উইকেট ধরে রাখতে। তাকে ফিরিয়ে দ্বিতীয় দিন শেষেও স্বস্তিতে আছে বাংলাদেশ।
টেস্টর দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আজ বুধবার (২৯ নভেম্বর) ৮৪ ওভারে আট উইকেটে ২৬৬ রান তোলে কিউইরা। বাংলাদেশের চেয়ে এখনও পিছিয়ে আছে ৪৪ রান। ইনিংসে সেঞ্চুরি করেছেন কেন উইলিয়ামসন। আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কিউইদের হয়ে ব্যাট হাতে মাঠে নামবেন কাইল জেমিসন ও টিম সাউদি।
টম লাথাম ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি থেকে আসে ৩৬ রান। স্ট্রাইক রোটেট করে খেলা কিউই ওপেনার লাথামকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাইজুল ইসলাম। ফাইন লেগে নাঈম হাসানের ক্যাচে পরিণত হন ২১ রান করা লাথাম। লাথাম ফেরার খানিক বাদে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার কনওয়ে। ১২ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি। শর্ট ডিফেন্সে শাহাদাত হোসেন দিপুকে সেট করেন মিরাজ। তার হাতেই ক্যাচ দেন কনওয়ে। দুর্দান্ত ডাইভে তা তালুবিন্দি করতে ভুল করেননি দিপু। ৪৪ রান তুলতেই দুই উইকেট হারায় কিউইরা।
দুই উইকেট হারানো কিউইদের হয়ে ইনিংস মেরামতের কাজ ধরেন উইলিয়ামসন ও নিকোলস। ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন তারা।
দলীয় ৯৮ রানে নিকোলসকে ফেরান পেসার শরিফুল ইসলাম। ১৯ রান করে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলস। ১০০ রানের আগে কিউইদের তিন উইকেট হারিয়ে সুবিধাজনক অবস্থায় পৌঁছায় বাংলাদেশ।
তৃতীয় উইকেট পতনের পর ডেরিল মিচেলকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন উইলিয়ামসন। দলীয় ১৬৪ রানে তাইজুল ইসলামের বলে স্ট্যাম্পড হন মিচেল। আউট হওয়ার আগে খেলেন ৪১ রানের ইনিংস। কিউই ব্যাটার উইলিয়ামসন অর্ধশতক পার করেন দ্বিতীয় সেশনে। ৬৩ ও ৭০ রানে দুবার জীবন পান তিনি। শর্ট লেগে একবার ক্যাচ ছাড়েন তাইজুল ইসলাম, পরেরবার লং অনে ক্যাচ ছাড়েন শরিফুল ইসলাম। দুবারই বোলার ছিলেন নাঈম হাসান। তবে, টম ব্লান্ডেলকে ফিরিয়ে শেষ সেশনের শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন নাঈম হাসান। ছয় রান করে উইকেটের পেছনে সোহানের ক্যাচে পরিণত হন ব্লান্ডেল। এক প্রান্ত আগলে রাখা উইলিয়ামসন শেষ পর্যন্ত বোল্ড হন তাইজুল ইসলামের বলে। ১১ চারে ২০৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি।
বাংলাদেশের পক্ষে ৮৯ রানে চার উইকেট নেন তাইজুল ইসলাম। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ। স্বপ্ন দেখছে কাল দ্রুত দুই উইকেট নিয়ে লিড ধরে রাখতে।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম ইনিংস বাংলাদেশ : ৮৫.১ ওভারে ৩১০/১০
প্রথম ইনিংস নিউজিল্যান্ড : ৮৪ ওভারে ২৬৬/৮*। (লাথাম ২১, কনওয়ে ১২, উইলিয়ামসন ১০৪, নিকোলস ১৯, মিচেল ৪১, ব্লান্ডেল ৬, ফিলিপস ৪২, জেমিসন ৭* সোধি ০, সাউদি ১*; শরিফুল ১১-২-৪৪-১, মিরাজ ১৯-৩-৫৭-১, তাইজুল ৩০-৭-৮৯-৪, নাঈম ২২-৩-৬১-১, মমিনুল ২-১-২-১)।