২৩০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের কথা বললেও শেষ পর্যন্ত ২৩০ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। বাকি আসনগুলোতে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে৷ ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর তোপখানাস্থ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তৃণমূল মহাসচিব বলেন, প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আমরা দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ পরিবারের লোকজন, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের অগ্রাধিকার দিয়েছি। যারা সমাজের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
তৈমূর আলম খন্দকার জানান, যথাসময়ে নির্বাচন চান তারা। নির্বাচন পেছানোর কোনো দাবি নেই। তবে নির্বাচন কমিশন যদি সব দলকে আনতে নির্বাচন পেছান তাহলে তাদের দল থেকে কোনো আপত্তি থাকবে না।
তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ), নির্বাহী চেয়ারপারসন অন্তরা হুদা মুন্সীগঞ্জ-১, মহাসচিব তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।
তৃণমূল বিএনপির প্রার্থীদের উল্লেখযোগ্য তালিকা
ঢাকা-১ আসনে মফিদ খান, ঢাকা-২ সালাম মাহমুদ, ঢাকা-৩ মো. ইমান আলী ইমন, ঢাকা-৪ ড. খন্দকার এমদাদুল হক/ মো. রফিকুল ইসলাম, ঢাকা-৫ আব্দুল হামিদ হৃদয়, ঢাকা-৬ এসএম আনোয়ার হোসেন অপু/ কাজী সিরাজুল ইসলাম/ মো. জহিরুল ইসলাম, ঢাকা-৭ সৈয়দা নুরুন নাহার, ঢাকা-৮ এমএ ইউসূফ/আশরাফ আলী হাওলাদার, ঢাকা-৯ রুবিনা আক্তার রুবি/ কামাল হোসেন, ঢাকা-১০ শাহানুর রহমান, ঢাকা-১১ শেখ মোস্তাফিজুর রহমান, ঢাকা-১২ নাঈম হাসান, ঢাকা-১৩ এসএম আশরাফ, ঢাকা-১৪ নাজমুল ইসলাম, ঢাকা-১৫ অধ্যাপক এনায়েতুল ইসলাম, ঢাকা-১৬ এনায়েতুর আব্দুর রহিম, ঢাকা-১৭ শফিকুল বাশার, ঢাকা-১৮ ড. সিরাজুল ইসলাম/ মো. মফিজুর রহমান, ঢাকা-১৯ মাহবুবুল আলম ও ঢাকা-২০ অধ্যক্ষ আব্দুল হাবিব। মুন্সীগঞ্জ-১ অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, মুন্সীগঞ্জ-২ জাহানুর রহমান সওদাগর ও মুন্সীগঞ্জ-৩ আসওয়াত ইসলাম। নারায়ণগঞ্জ-১ তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-২ কে এম আবু হানিফ হৃদয়, নারায়ণগঞ্জ-৩ মো. চান মিয়া/ আফরোজা বেগম হ্যাপি, নারায়ণগঞ্জ-৪ অ্যাডভোকেট আলী হোসেন, নারায়ণগঞ্জ-৫ অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী ভূঁইয়া। টাঙ্গাইল-১ জাকির হোসেন, টাঙ্গাইল-২ মাহাবুবুর রহমান খান, টাঙ্গাইল-৩ ইউজিন নক্রেক, টাঙ্গাইল-৪ শহিদুল ইসলাম, টাঙ্গাইল-৬ আব্দুর রাজ্জাক শাহজাদা, টাঙ্গাইল-৭ আব্দুর রহিম মিয়া ও টাঙ্গাইল-৮ পারুল। কিশোরগঞ্জ-২ আহসানুল্লাহ ও কিশোরগঞ্জ-৫ সোহরাব হোসেন। মানিকগঞ্জ-১ ইঞ্জিনিয়ার শেখ শাহিন রহমান, মানিকগঞ্জ-২ মো. জসিম উদ্দীন ও মানিকগঞ্জ-৩ মোয়াজ্জেম হোসেন খান মজলিশ।