দর কমার শীর্ষে জুট স্পিনার্সের শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির জুট স্পিনার্সের শেয়ার দর আজ বুধবার (২৯ নভেম্বর) কমেছে পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ। এই ধরনের কমায় এদিন কোম্পানিটির শেয়ার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ জুট স্পিনার্সের শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ৩২৭ টাকা ৩০ পয়সা। আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ৩৪৪ টাকা ৬০ পয়সা। এই সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৭ টাকা ৩০ পয়সা বা পাঁচ দশমিক শূন্য দুই শতাংশ। এদিন জুট স্পিনার্সের শেয়ার দর ৩২৩ টাকা থেকে ৩৪৮ টাকায় মধ্যে ওঠানামা করে।
ডিএসইতে এদিন টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- দি ঢাকা ডাইংয়ের তিন দশমিক ৫২ শতাংশ, শ্যামপুর সুগারের দুই দশমিক ৪৩ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের এক দশমিক ৬৪ শতাংশ, প্রাইম ব্যাংকের এক দশমিক ৪৮ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের এক দশমিক ৩৭ শতাংশ, নাভানা সিএনজির এক দশমিক ২৫ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের দশমিক ৭৭ শতাংশ, পূবালী ব্যাংকের দশমিক ৭৬ শতাংশ এবং খান ব্রাদার্সের শেয়ার দর দশমিক ৭৩ শতাংশ করে শেয়ার দর কমেছে।