আপনার জিজ্ঞাসা
শুধু জুমা ও ঈদের নামাজ পড়লে ব্যক্তি কি মুসলিম থাকে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১২৫তম পর্বে তন্ময় জানতে চেয়েছেন, শুধু জুমা ও ঈদের নামাজ পড়লে ব্যক্তি কি মুসলিম থাকে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শুধু জুমা ও ঈদের নামাজ পড়লে ব্যক্তি কি মুসলিম থাকে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। মুসলিম থাকবে। সেটা শুধু পাসপোর্ট কিংবা আইডি কার্ডের মুসলিম। কিন্তু, ইসলামের অনুমোদন অনুযায়ী তিনি মুসলিম নন। তিনি নিজেকে সঠিক মুসলিম দাবি করতে পারেন না। আমরা জানি ইমান ও কুফরির মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করল না সে ব্যক্তি ইমানের দাবি করলেও তিনি মুমিন নন। তার ইমান নেই। আকিদাগত দিক থেকে তিনি যদি সত্যিকার হন, আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু নামাজ পড়েন না তখন তিনি প্রকৃত মুমিন নন। তবে পুরোপুরি ইসলাম থেকে খারিজ হবেন না। যেহেতু তিনি আল্লাহকে বিশ্বাস করেন। তবে তার কাজগুলো কাফেরের কাজ। হয়তো অফিশিয়ালি তাকে অমুসলিম বলা যাবে না তবে তাকে প্রকৃত মুসলিমও বলা যাবে না।