মার্কিন মেমোরেন্ডামের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই : বাণিজ্য সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ‘বাইডেন প্রশাসনের মেমোরেন্ডাম বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা যুক্তরাষ্ট্রের সুপারিশ ও উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিস্থিতি উত্তরণে সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা পুরো বিষয়টি পর্যালোচনা করছি।’
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্য সচিব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের অনেক বড় রপ্তানি বাজার। এটাকে আমরা সংরক্ষণের চেষ্টা করছি। বাণিজ্য সুবিধা বাতিল বা নিষেধাজ্ঞা আরোপের মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে না।’