ফাইনালের বিব্রতকর ঘটনায় মুখ খুললেন ম্যাক্সওয়েল
নিজের নামের স্টেডিয়ামে দাঁড়িয়ে ভারতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই স্বপ্নটা অধরাই থেকে গেল ভারতীয় ভক্তদের। কারণ ভারত নয় বরং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হাতে ট্রফি তুলে দেন মোদি। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যা নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ট্রফি তুলে দেওয়ার পর মঞ্চ ছেড়ে নিচে গিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে করমর্দনে ব্যস্ত ছিলেন মোদি ও অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মালর্স। যার ফলে বেশ কিছুক্ষণ ট্রফি হাতে একা দাঁড়িয়ে থাকেন কামিন্স। শিরোপা হাতে মঞ্চে দাঁড়িয়ে অসি অধিনায়ক কী করবেন ভেবে পাচ্ছিলেন না। কিছুক্ষণ পর সতীর্থদের নিয়ে মেতে উঠেন বিজয় উল্লাসে।
এই প্রসঙ্গে মুখ খুললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আজ শনিবার (২ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন,‘ প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে ট্রফি নেওয়ার পর যেভাবে দাঁড়িয়ে ছিলেন কামিন্স, সেটা দেখতে কিছুটা হাস্যকর ছিল। তবে ওই মুহূর্তটা যেভাবে সামলেছেন তার জন্য বাহবা পেতেই পারেন। সে যেভাবে বিষয়টাকে সামলেছে, এটা সবাই পারে না।’
ট্রফি তুলে দেওয়ার পর ভারতীয় ড্রেসিংরুমে পৌঁছে যান মোদি। ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরেন, মুছিয়ে দেন ক্রিকেটারদের চোখের জল। উদ্বুদ্ধ করেন ক্রিকেটারদের, হাত মেলান সকলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পেসার মোহাম্মদ শামিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন তিনি।