লোকসানি জিকিউ বলপেনের দর বেড়েছে ৩২ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুর্বল বা ‘বি’ ক্যাটাগরির জিকিউ বলপেনের শেয়ার দর গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) বেড়েছে ৩২ শতাংশ। এই ধরনের বাড়াতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার টপটেন গেইনারের শীর্ষে ওঠে এসেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১৭ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা দৈনিক গড় লেনদেন তিন কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা। কিন্তু কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকে লোকসান গুনছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জিকিউ বলপেনের শেয়ারের সমাপনী দর ছিল ১৭৩ টাকা। যা এর আগের সপ্তাহে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৩০ টাকা ৪০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ৪২ টাকা ৬০ পয়সা বা ৩২ দশমিক ৬৭ শতাংশ।
তথ্য মতে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে জিকিউ বলপেনের শেয়ার প্রতি লোকসান হয়েছে এক টাকা ৯ পয়সা। আগের ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা চার পয়সা। প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেগেটিভ হয়েছে এক টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল এক পয়সা। চলতি অর্থবছরের গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৯ টাকা ২৩ পয়সা।
অপরদিক ২০২২-২০২৩ অর্থবছরের সমাপ্ত আর্থিক প্রতিবেদনে (জুলাই-জুন) কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য দুই দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ কোম্পানির পরিচালকরা পাবে না। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি লোকসান ছিল দুই টাকা ৬৫ পয়সা। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ নেগেটিভ হয়েছে এক টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ নেগেটিভ ছিল এক টাকা এক পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২০ টাকা ছয় পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ১৩৬ টাকা ৩১ পয়সা। আগের সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের দুই দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই লভ্যাংশ কোম্পানির পরিচালকদের দেওয়া হয়নি।
উল্লেখ্য, ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় জিকিউ বলপেন। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন আট কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৮৯ লাখ ২৮ হাজার ৯১টি। রিজার্ভে রয়েছে নেগেটিভ ১০০ কোটি ৪৯ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৪১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা এক দশমিক ৪৭ শতাংশ, বিদেশিরা দশমিক শূন্য পাঁচ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫৬ দশমিক ৬০ শতাংশ শেয়ার ধারণ করেছে।