নির্বাচন বর্জনকারী দলগুলোকে সমাবেশের অনুমতি নিতে হবে না : ইসি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না এমন রাজনৈতিক দলগুলো যদি সভা-সমাবেশ করতে চান, তাদের নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে অনুমতি নিতে হবে না। তবে, পূর্বের মতো আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আর নির্বাচনে অংশগ্রহণকারী কোনো দল রাজনৈতিক সভা-সমাবেশ করতে চাইলে, ইসির অনুমতি নিতে হবে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
অশোক কুমার দেবনাথ বলেন, ‘যেসব রাজনৈতিক দল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তারা সভা-সমাবেশ করতে চাইলে ইসির অনুমতি নিতে হবে না। নির্বাচনি আচরণবিধি তাদের জন্য প্রযোজ্য হবে না। তারা রাজধানীতে সভা-সমাবেশ করতে চাইলে ডিএমপি কমিশনারের কাছ থেকে আগের মতো অনুমতি নিতে হবে। আর জেলায় সভা-সমাবেশ করতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হবে।’
অশোক কুমার দেবনাথ আরও বলেন, ‘আর যেসব দল নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য। মানে, তাদের সভা-সমাবেশ করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, “আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে দশ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনবিধির বাইরে আমরা যেতে চাই না।”
আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে বায়তুল মোকাররমের জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশের অনুমতি চেয়ে রিটার্নিং কর্মকর্তা অফিসে আবেদন করেছিল।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় অতিবাহিত হয়েছে। একইসঙ্গে আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ হয়েছে।
নির্বাচনে অংশ নিতে ইসির নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টিসহ (জাপা) ২৯টি দল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বিপরীতে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল ভোট বর্জন করে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে রয়েছে।