কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত, ব্রাজিল-আর্জেন্টিনা কোন গ্রুপে?
যুক্তরাষ্ট্রের মায়ামিতে আজ শুক্রবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো কোপা আমেরিকা ২০২৪ এর ড্র। লাতিন আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ৪৮তম আসর বসবে যুক্তরাষ্ট্রে। আগামী বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ১৬ দলের আসরে কনমেবল অঞ্চলের ১০ দলের সঙ্গে যুক্ত হয়েছে উত্তর ও মধ্য আমেরিকা এবং কনকাকাফ অঞ্চলের মোট ছয়টি দল।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ পেরু ও চিলি। চতুর্থ দল হিসেবে যুক্ত হবে প্লে অফ থেকে আসা কানাডা ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর যে কোনো একটি দল।
গ্রুপ ‘বি’-তে মেক্সিকো, ইকুয়েডর ও ভেনেজুয়েলার সঙ্গে যুক্ত হবে কোস্টারিকা অথবা হন্ডুরাস। ‘সি’ গ্রুপে নিশ্চিত হয়েছে চার দলই। স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ উরুগুয়ে, পানামা ও বলিভিয়া।
নিশ্চিত হয়েছে ‘ডি’ গ্রুপের চার দলও। ব্রাজিলের গ্রুপটিকে ধরা হচ্ছে ডেথ গ্রুপ হিসেবে। ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে ও জ্যামাইকাকে নিয়ে আক্ষরিক অর্থেই ডেথ গ্রুপে পরিণত হয়েছে গ্রুপ ডি।
বিশাল কলেবরে কোপা আমেরিকার আগামী আসরটি আয়োজন করতে চলেছে যুক্তরাষ্ট্র। ১৪ শহরের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। ২০ জুন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে আসর, শেষ হবে ১৪ জুলাই।