ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
লিড নিয়ে চতুর্থ দিনে মাঠে নামে বাংলাদেশ। ঢাকা টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ শেষ করে দুই উইকেটে ৩৮ রান নিয়ে। লিড ৩০ রান। তবে, আজ শনিবার (৯ ডিসেম্বর) সকালটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। শতরান পার করার আগেই সাত উইকেট খুইয়ে ধুঁকছে বাংলাদেশ।
৩৮ রানে মাঠে নামা বাংলাদেশ দিনের প্রথম উইকেট হারায় মমিনুল হককে। দলীয় ৭১ রানে এজাজ প্যাটেলের বলে লেগ বিফোর হন মমিনুল। তার ব্যাট থেকে আসে ১০ রান। প্রথম ইনিংসে বাচ্চাদের মতো ভুল করে আউট হওয়া মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ব্যাট হাতে। ৯ রান করে মিচেল স্যান্টনারের বলে ডেরিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দলের বিপদ বাড়ে পঞ্চম ব্যাটার হিসেবে শাহাদাত হোসেন দিপু আউট হলে। এবারও শিকারি স্যান্টনার। দুই রান করে লেগ বিফোর হন দিপু।
মেহেদী হাসান মিরাজ ফেরেন তিন রান করে। এজাজ প্যাটেলের বলে স্যান্টনারের ক্যাচে পরিণত হন তিনি। নুরুল হাসান সোহান ক্রিজে এসেই হতে পারতেন লেগ বিফোর। রিভিউ নিয়ে বেঁচে গেলেও তিন বলের বেশি টিকতে পারেননি। কোনো রান না করেই ফেরেন প্যাটেলের বলে লেগ বিফোর হয়েই।
প্রকৃতির খেয়ালে ঢাকা টেস্টের ভাগ্যটা কেমন যেন অদ্ভুতভাবে দুলছে। তিন দিন শেষে এখনও গোটা একটি দিন খেলা হয়নি। প্রথম দিনের শেষ বিকেলের আলোকস্বল্পতা, দ্বিতীয় দিনে বৃষ্টি। এরপর তৃতীয় দিনে গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) বৃষ্টি ও আলোকস্বল্পতা দুটোই বাধ সেধেছে ম্যাচে। মোটে ৩২.৩ ওভার খেলা হয় কাল।
আজ সকালে অবশ্য শঙ্কা ছিল না কোনো। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরুর কথা জানা ছিল আগেই। চতুর্থ দিনে সময়মতোই মাঠে নেমেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এটি।