ভুল থেকে শেখার প্রতিশ্রুতি শান্তর
বাংলাদেশ ৬৯ রানে নিউজিল্যান্ডের ছয় উইকেট তুলে নিয়ে ঢাকা টেস্টে জয়ের স্বপ্ন দেখছিল। তবে গ্লেন ফিলিপস-মিচেল স্যান্টনার জুটি সেই স্বপ্ন ভেঙে সিরিজে সমতায় ফিরেছে। তাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ১২টি পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। এমন হার থেকে শেখার প্রতিশ্রুতি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
আজ শনিবার (৯ ডিসেম্বর) পুরস্কার প্রদান অনুষ্ঠানে হার প্রসঙ্গে শান্ত বলেন, ‘বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। চারজন বোলারই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ফিল্ডিংয়েও সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম ম্যাচে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি। তবে, এই ম্যাচে আমরা বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারিনি। আশা করি এই ম্যাচ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। সেই সিরিজকে সামনে রেখে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে। আশা করি ভালো কিছু হবে।’
টেস্ট চ্যম্পিয়নশিপেরে প্রথম দুই আসরে নিচের দিকে ছিলে বাংলাদেশের অবস্থান। তৃতীয় আসরটি শুরু হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হোম সিরিজ দিয়ে। বাংলাদেশের সামনে সুযোগ ছিল পুরো ২৪ পয়েন্ট তুলে নেওয়ার। সিলেটে স্পোর্টিং উইকেটে দারুণ ব্যাটিং-বোলিংয়ে কিউইদের বিপক্ষে ১৫০ রানে বড় ব্যবধানের জয়ে সেই মঞ্চ তৈরিও হয়েছিল। তাতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া গেছে প্রথম জয়ের স্বাদ। তার পর ছিল সিরিজ জয়ের হাতছানি। যে সুযোগ কাজে লাগাতে পারল না শান্ত-মুশফিকরা।