মাহসা আমিনির পরিবারকে দেশ থেকে বের হতে দিচ্ছে না ইরান
ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাহসা আমিনির পরিবারকে দেশ থেকে বের হতে দিচ্ছে না ইরান কর্তৃপক্ষ। আজ শনিবার (৯ ডিসেম্বর) পরিবারটির আইনজীবী বলেছেন, ফ্রান্সে একটি মরণোত্তর পুরস্কার জিতেছে মাহসা আমিনি। সেই পুরস্কার আনতে ফ্রান্সে যেতে দেওয়া হচ্ছে না পরিবারটিকে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, ২০২২ সালের সেপ্টেম্বরে হিজাব ইস্যুতে ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ২২ বছরের মাহসা আমিনি। পুলিশ হেফাজতেই ১৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এরপরেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা ছড়িয়ে পড়ে গোটা ইরানে। মাহসা আমিনির মৃত্যুতে নিন্দা জানিয়েছিল আন্তর্জাতিক মহল।
মাহসা আমিনির পরিবার ও তার সমর্থনকারীদের দাবি, কুর্দি তরুণীকে হত্যা করা হয়েছে। তবে, এই দাবিটি অস্বীকার করে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছিল, আগের রোগেই হেফাজতে প্রাণ হারিয়েছে মাহসা আমিনি।
এএফপি বলছে, গত অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ সাখারভ পুরস্কার জিতেছে মাহসা আমিনি। তার মৃত্যুরর পর বৈশ্বিকভাবে যে আন্দোলন হয়েছে তার জেরেই মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয় তাকে।
বর্তমানে ফ্রান্সে রয়েছে মাহসা আমিনি পরিবারের আইনজীবী চিরিন্নে আরদাকানি। এএফপিকে তিনি বলেন, ‘আমিনির বাবা, মা ও ভাইকে সাখারভ পুরস্কারের জন্য ফ্রান্সে আসার ফ্লাইটে উঠতে নিষেধ করা হয়েছিল।’ এই নারী আইনজীবী বলেন, ‘ভিসা থাকা সত্ত্বেও ইরানি কর্তৃপক্ষ তাদের দেশের বাইরে বের হতে দিচ্ছে না। তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।’