দুই বছর পর জাতীয় দলে ফিরলেন আন্দ্রে রাসেল
সবশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। প্রায় দুবছর ফের পর টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে দলে ফিরলেন এই ডানহাতি অলরাউন্ডার।
রোভম্যান পাওয়েলকে অধিনায়ক করে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ক্যারিবীয়ানদের স্কোয়াড। যেখানে সুযোগ মিলেছে রাসেলের। সদ্য সমাপ্ত টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করেছেন রাসেল। দীর্ঘসময় পর জাতীয় দলে ডাক পড়ায় বার্বাডোজে উড়াল দেবেন তিনি। একাদশে জায়গা পেলে মঙ্গলবার ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে দেখা যেতে পারে তাকে।
প্রথমবার ডাক পেয়েছেন ২১ বছর বয়সী অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দলেও ছিলেন। ২০২০ সালের পর প্রথম শেরফেন রাদারফোর্ডকেও দলে রাখা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ব্রিজটাউনে হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি। এরপর ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড যথাক্রমে মুখোমুখি হবে ১৪, ১৬, ২০ ও ২২ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।