আরেকটি মাইলফলক ছুঁলেন রোনালদো
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সব সময়ই হার না মানার মানসিকতায় বিশ্বাস করেন। ক্যারিয়ারে বহুবার পিছিয়ে পড়ে ফিরে এসেছেন রোনালদো। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সমকালের অন্যতম সেরা এই ফুটবলার ইউরোপে নিজের সেরা সময় কাটিয়ে এখন আছেন সৌদি আরবে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে আল-নাসেরে এসেও আছেন দুর্দান্ত ছন্দে।
যে বয়সে বুটজোড়া তুলে রাখার কথা, সে সময়টায় ক্রিস্টিয়ানো রোনালদো ছুটছেন অদম্য গতিতে। আগের ম্যাচেই স্পর্শ করলেন পেশাদার ক্যারিয়ারে এক হাজার ২০০ ম্যাচ খেলার রেকর্ড। এবার ছুঁলেন আরেকটি মাইলফলক। কিং কাপে আল-শাবাবের বিপক্ষে ম্যাচে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) একটি গোল করেন রোনালদো। এটি চলতি বছর তার ৫০তম গোল। ২০২৩ সালে ৫০ গোল করা একমাত্র ফুটবলার সিআরসেভেন। ৪৪ গোল নিয়ে দুইয়ে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ড।
চলতি বছর আল-নাসেরের ৪৭ ম্যাচ খেলে রোনালদো করেছেন ৪০ গোল। আছে তিনটি হ্যাটট্টিক। পর্তুগাল জাতীয় দলের হয়ে ৯ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। ৫৬ ম্যাচে ৫০ গোলের পাশাপাশি অ্যাসিস্টেও পিছিয়ে নেই সিআরসেভেন। সতীর্থদের ১৪টি গোলে সহায়তা করেছেন পর্তুগিজ সুপারস্টার।
এক বছরে এবারই প্রথম ৫০ গোল করেননি রোনালদো। ক্যারিয়ারে অষ্টমবারের মতো এই কীর্তি গড়েছেন এই কিংবদন্তি। তার ওপরে আছেন কেবল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি মোট নয়বার এই কীর্তি গড়েন।
সৌদি আরবে সময়টা দারুণ উপভোগ করছেন রোনালদো। আছেন ছন্দে। নিয়মিতই পাচ্ছেন গোলের দেখা। চলতি মৌসুমে ইতোমধ্যে ২১ ম্যাচে করেছেন ২০ গোল।