ডিএসইর লেনদেন আজ ৬০০ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন ৬০০ কোটি টাকার ওপরে চলে এসেছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি। প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। কমেছে লেনদেনের পরিমাণ। দুই স্টকে কমেছে বাজার মূলধন।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে ৬০১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৫৯১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজার ১৮৭ কোটি ৭ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৪ হাজার ১৮৭ কোটি সাত লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৩ দশমিক ৮৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ছয় দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১০ দশমিক ৬৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৬৪ দশমিক ৭২ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৫টির ও কমেছে ৮৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৮৫টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের ৩০ কোটি ১৩ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ২০ কোটি ২১ লাখ টাকা, এডভেন্ট ফার্মার ১৮ কোটি ৯৬ লাখ টাকা এবং প্যাসিফিক ডেনিমসের ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিক, সিএসইতে মঙ্গলবার ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৫৯৫ কোটি ৬৯ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ৯৬০ কোটি ৯২ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭১ দশমিক ৫৬ পয়েন্টে। এ ছাড়া সিএসই৫০ সূচক এক দশমিক ২৭ পয়েন্ট, সিএসই৩০ সূচক ২৫ দশমিক ২০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক আট দশমিক ১৮ পয়েন্টে করে কমেছে। এ ছাড়া সিএসআই সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৭১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৬টির, কমেছে ৫৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৭১টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের পাঁচ কোটি ৮৮ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এক কোটি ৯২ লাখ টাকা, ওরিয়ন ফার্মার এক কোটি ৫৯ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের এক কোটি ২৭ লাখ টাকা এবং নাভানা ফার্মার এক কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।