আমানতের ন্যূনতম সুদের হার বাতিল করল বাংলাদেশ ব্যাংক
আমানতের জন্য আরোপিত ন্যূনতম সুদের হার বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো তাদের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারণ করতে পারবে এবং সে অনুযায়ী আমানত সংগ্রহ করতে পারবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক সার্কুলারের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে তা অবিলম্বে বাস্তবায়নের জন্য তফসিলি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আমানতের ন্যূনতম সুদের হার নির্ধারণ করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংককে ফিক্সড ডিপোজিটের সুদের হার মুদ্রাস্ফীতির নিচে না রাখার নির্দেশনা দেয়। সে সময় ঋণ বিতরণে সর্বোচ্চ সুদের হার ছিল ৯ শতাংশ। কিন্তু এখন ঋণের ক্ষেত্রে এ ধরনের কোনো সীমা নেই। চলতি বছরের জুলাই মাসে ঋণের জন্য বাজারভিত্তিক সুদের হার ব্যবস্থা চালু করা হয়। ফলে, আমানতের ওপর ন্যূনতম সুদের হারেরও প্রয়োজন নেই।’
এ কারণে ২০২১ সালের ৮ আগস্টের নির্দেশনা বাতিল করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।