কোনোভাবেই আমি অনুপম-পিয়ার সম্পর্ক ভাঙার জন্য দায়ী নই : পরমব্রত
অনুপম রায় ও পিয়া চক্রবর্তী ছয় বছরের সংসারে ছন্দপতন হলে খবর রটে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার পরকীয়া সম্পর্কের জেরেই সংসার জীবনের ইতি টানেন অনুপম রায়।
তখন যদিও পিয়ার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন পরমব্রত। জানিয়েছিলেন, তারা কেবল বন্ধু। কিন্তু এর এক বছরের মাথায় গত ২৭ নভেম্বর কলকাতার যোধপুর পার্কের বাড়িতে পিয়ার সঙ্গে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন অভিনেতা।
তবে এখনও অনুপম-পিয়ার সংসার ভাঙার দায় অস্বীকার করেছেন পরমব্রত। মধুচন্দ্রিমা চলাকালীন এ বিষয়ে আনন্দলোকের সঙ্গে কথা বলেছেন পরমব্রত।
সেখানে পরমব্রত বলেন, ‘এই পুরো বিষয়ে যে কটা নাম জড়িয়েছে অনুপম, ইকা (পরমব্রতর প্রাক্তন প্রেমিকা) বা পিয়া—তারা সবাই আমার আপনজন। প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তাই সেই সম্মান বজায় রাখাটা বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছুর জন্যই ভীষণভাবে জরুরি। তবে সম্পর্কে সম্মান থাকা প্রয়োজন। একে অন্যকে ভালোবেসে ঘর বাঁধা নিয়ে কে কী বলল, তাতে কিছুই যায়-আসে না।’
তিনি বলেন, ‘আমরা দুজনে বরাবরই খুব ভালো বন্ধু। আমারও দীর্ঘ বছরের সম্পর্ক ভেঙেছে। তাই সম্পর্ক ভাঙার পর কিছুটা সময় নিয়েছিলাম দুজনেই। তবে যে যাই বলুক না কেন, কোনোভাবেই আমি অনুপম-পিয়ার সম্পর্ক ভাঙার জন্য দায়ী নই।’
পরমব্রত আরও বলেন, ‘এই সমাজ আজও বিয়ে ভাঙলে কোনো মেয়েকেই আগে দোষ দেয়। শুধু তাই নয়, একটা সম্পর্ক ভাঙার পর অন্য কোনো সম্পর্কে গেলেও তা নিয়ে নানা চর্চা শুরু হয়। মানুষ মেনে নিতে পারে না এগুলো। শুধু তাই নয়, বিয়ে একটি সামাজিক স্বীকৃতি বলে মানুষের কষ্ট হয়, আর ভালোবাসার সম্পর্ক ভাঙলে কারও কোনো কষ্ট হয় না, এমনটা ভাবার যে কোনো কারণ নেই।’