ভারতের অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ প্রথম : প্রণয় ভার্মা
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ১৯৭১ সালের মতো ভবিষ্যতেও ভারত বাংলাদেশের পাশে থাকবে। আর অগ্রাধিকারের তালিকায়ও প্রথমে রয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বনানীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ভারতের রাষ্ট্রদূত।
ভারত ও বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রগতি একইসঙ্গে সম্পর্কিত উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশ শান্তি ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যে কাজ করছে।
প্রণয় কুমার ভার্মা বলেন, ‘ভারতের নীতি হলো প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তায় অগ্রাধিকার দেওয়া। আর প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে ভারতের অগ্রাধিকারের তালিকায় বাংলাদশের অবস্থান প্রথম। বন্ধুত্বের এই দীর্ঘ পথচলায় দেশ দুটি আজ দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত। আমরা আমাদের উভয় দেশের জনগণের জন্য একই লক্ষ্য শান্তি ও উন্নয়নের জন্য একইসঙ্গে কাজ করছি।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করার তাগিদ দেন হাইকমিশনার। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, শিক্ষাবিদ মো. জাফর ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।