ফরিদপুর-৩ আসনে আ.লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল
=ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
জানা গেছে, ফরিদপুর–৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে দাবি করলেও এর সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তিনি নাগরিকত্ব ত্যাগের স্বপক্ষে যেসব নথি ইসিতে জমা দিয়েছেন, সেখানে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের অযোগ্য। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। এমন অভিযোগ এনে তার মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন আবদুল কাদের আজাদ (এ কে আজাদ)। গত বুধবার আপিলের আংশিক শুনানি হয়। আজ শুক্রবার এ অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার আপিল শুনানিতে শামীম হকের পক্ষে তার আইনজীবীরা দাবি করেন, শামীম হক বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে ইসির প্রশ্নের মুখে তার নাগরিকত্ব ত্যাগের আবেদন গ্রহণ করা হয়েছে, এমন কোনো সনদ দেখাতে পারেননি। তারা কিছু কাগজপত্র ইসিতে জমা দেন। সেখানে বলা হয়, শামীম হক গত ৯ নভেম্বর নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন।
ইসিতে শামীম হকের জমা দেওয়া নথি পর্যালোচনা করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, ‘যে নথিগুলো শামীম হক জমা দিয়েছেন, তার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার নাগরিকত্বের অবস্থা জানতে আপিল মুলতবি করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল ইসি।’