কনসার্টে অরিজিতের ছুড়ে দেওয়া মাইক্রোফোনে গাইলেন শ্রোতা
সমকালের অন্যতম জনপ্রিয় গায়ক ভারতের অরিজিৎ সিং। কণ্ঠ-সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করতে অত্যন্ত পারদর্শী তরুণ এই গায়ক। অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই যেন সুরের মূর্ছনায় বুঁদ হওয়া হাজারো দর্শক-শ্রোতার মিলনমেলা। আর সেই অরিজিৎই এবার গানের মঞ্চে ঘটিয়ে বসলেন অবাক করা এক কাণ্ড। কনসার্টের মাঝেই গান থামিয়ে নিজের হাতে থাকা মাইক্রোফোন ছুড়ে মারলেন শ্রোতার দিকে। সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে সেই ভিডিও।
তবে রেগে গিয়ে এ কাজ করেননি অরিজিৎ। গানের শ্রোতার সঙ্গে নিজের সংযোগ করতে মঞ্চে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। শ্রোতাকেও নিজের সঙ্গে গাওয়ার সুযোগ করে দিয়েছেন। অরিজিতের হাত থেকে মাইক্রোফোন পেয়ে উচ্ছ্বসিত কণ্ঠে গাইতে শুরু করেন শ্রোতাও। বাকিরাও সঙ্গে কণ্ঠ মেলান।
ইনস্টগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ভারতের গুয়াহাটিতে একটি কনসার্ট ছিল অরিজিতের। সেখানে গান গাওয়ার সময় এক শ্রোতার দিকে নিজের হাতে থাকা মাইক্রোফোনটি ছুড়ে দেন তিনি। শ্রোতাও হাসিমুখে সেটি নিয়ে অরিজিতের সঙ্গে গান গাইতে থাকেন। তখন অরিজিৎ শুধু গিটার বাজিয়ে খালি গলায় গান গাইতে থাকেন।
গানের মাঝেই এমন নানান কাণ্ড ঘটিয়ে থাকেন অরিজিৎ। কখনো অনুরাগীদের আনা উপহার চেয়ে নেন। সেটা আবার মঞ্চে উঁচিয়ে ধরে সবাইকে দেখান। কখনো গান বন্ধ করে অনুরাগীর ছুড়ে দেওয়া কাগজ বা টি-শার্টে অটোগ্রাফ দেন। এভাবেই দর্শক-শ্রোতাদের সঙ্গে নিজেকে আরও ঘনিষ্ঠ করার নিত্যনতুন প্রচেষ্টা চালান সময়ের তুমুল জনপ্রিয় এই সংগীতশিল্পী।