সূচকের পতন, লেনদেন বাড়লেও কমেছে মূলধন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ রোববার (১৭ ডিসেম্বর) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের চেয়ে এদিন দুই স্টকের লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইর লেনদেন ৬০০ কোটি টাকার ঘরে চলে এসেছে। দুই স্টকে কমেছে বাজার মূলধন। উভয় স্টকে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে বেশি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ রোববার ডিএসইতে ৬২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৪৮১ কোটি ১৩ লাখ টাকা। অপরদিক এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজার ৩২ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৪ হাজার ৫৭৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক শূন্য চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৬ দশমিক ৮০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক এক দশমিক পাঁচ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০১ দশমিক ৪৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬২ দশমিক ৮৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৩টির ও কমেছে ১৩১টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৭৮টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমসের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৩৫ কোটি ৮২ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩২ কোটি ৩৮ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ২০ কোটি ৪১ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ১৮ কোটি ৭৯ লাখ টাকা, ইন্দো-বাংলা ফার্মার ১৭ কোটি ৯৩ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ১৬ কোটি ৮৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১৬ কোটি ৪৬ লাখ টাকা, ইয়াকিন পলিমারের ১২ কোটি ৩২ লাখ টাকা এবং জাহিন স্পিনিংয়ের ১১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিক, সিএসইতে রোববার ১০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৭৫ লাখ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৬৮৩ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৯ হাজার ৮২৯ কোটি ৪২ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই আট দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৪ দশমিক ৮২ পয়েন্টে। সিএসই৫০ সূচক এক দশমিক শূন্য ৬ পয়েন্ট, সিএসই৩০ সূচক ২২ দশমিক ৪৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক পাঁচ দশমিক ১৭ পয়েন্টে এবং সিএসআই সূচক দশমিক ১১ পয়েন্ট করে কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ১৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪১টির, কমেছে ৫৯টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্যাংক প্যাসিফিক ডেনিমসের এক কোটি ২৬ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের ৭৪ লাখ টাকা, ওয়েস্টার্ন মেরিনের ৬৮ লাখ টাকা, জেনারেশন নেক্সটের ৬৩ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৫৮ লাখ টাকা, ইন্দো-বাংলা ফার্মার ৪৩ লাখ টাকা, কেয়া কসমেটিকসের ৩২ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৩১ লাখ টাকা, ডেল্টা স্পিনিংয়ের ২৯ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।