ছোট ছোট ভুলের কারণেই জিততে পারিনি : মাশরাফি
আসরের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। আর এই ম্যাচে শেষ পর্যন্ত লড়াই করেই হেরেছে লাল-সবুজের দল। অবশ্য এই ম্যাচ জেতা সম্ভব ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে ছোট ছোট ভুলের কারণেই শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি বলে মনে করেন তিনি।
সোমবার বেঙ্গালুরুতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমেটে ১৫৬ রান গড়ে। অবশ্য এই ম্যাচে অস্ট্রেলিয়া খুব একটা সহজে পার পায়নির। মাশরাফিদের দেওয়া লক্ষ্য টপকাতে সাত উইকেট হারাতে হয়েছে তাদের।
চিন্নাস্বামী স্টেডয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'এটা ঠিক এই ম্যাচে আমরা জিততেও পারতাম। সেই সম্ভাবনা ছিলও। কিন্তু আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণেই শেষ পর্যন্ত জিততে পারেনি। বিশেষ করে কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের ভুল হয়েছে। তাই শেষ পর্যন্ত অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারিনি।'
সুপার টেনে টানা দ্বিতীয় ম্যাচে হারলেও বাংলাদেশ অধিনায়ক এখনো সম্ভাবনা দেখেছেন এই আসরে ভালো কিছু করার। এ ব্যাপারে তিনি বলেন, 'আমাদের হাতে এখনো দুটি ম্যাচ আছে। তাই আমি মনে করি এখনো যে কোন কিছু হতে পারে। ভালো কিছু করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।'
তবে এই ম্যাচে ঘুরে ফিরে এসেছে তাসকিন-সানি প্রসঙ্গ। মাঠে তাদের অভাব অনুভব করছেন কিনা এমন এক পশ্নের জবাবে মাশরাফি বলেন, 'আসলে মাঠের বাইরে ঘটনাকে আমরা মাঠের বাইরেই রেখেছি। আর এখন আমরা চেষ্টা করছি তা ভুলে নতুন করে শুরু করতে। আশা করছি আমরা আবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে পারব।'