কোপা আমেরিকার আগে নেইমারকে নিয়ে দুঃসংবাদ
কোপা আমেরিকার নতুন আসর মাঠে গড়াতে এখনও মাস ছয়েক বাকি। দল গোছাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। তবে, এর মাঝে বড় দুঃসংবাদ নেইমারকে নিয়ে। হাঁটুর চোটে মাঠের বাইরে থাকা তারকাকে কোপা আমেরিকায় পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে ব্রাজিল শিবিরে।
চলতি বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে চোট পান নেইমার। পরীক্ষার পর জানা যায় তার লিগামেন্ট ছিড়ে গেছে। যেতে হয় অস্ত্রোপচারের টেবিলে। কিন্তু অস্ত্রোপচার সফল হলেও এখনও পুরোপুরি সুস্থ নন নেইমার।
এমনকি নেইমারের সুস্থ হতে আরও সময় লাগবে। সবকিছু মিলিয়ে আসন্ন কোপা আমেরিকায় তাকে পাওয়ার সম্ভাবনা কম ব্রাজিলের। ব্রাজিলের এফএম রেডিও স্টেশন রেদ ৯৮ কে তেমনটাই জানিয়েছেন দলটির চিকিৎসক রদ্রিগো লাসমার।
লামসারের কথায়, ‘আমাদের হাতে বেশিদিন সময় নেই (কোপা আমেরিকার জন্য)। এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় নেইমারের জন্য। পুনর্বাসনের ধাপগুলো এড়িয়ে যাওয়া এবং অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমরা আশা করছি, অগাস্টে ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে।’
লামসার আরও বলেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে। এই সময়টাকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই ধাপগুলো অনুসরণ করি, আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে।’