সিরিজ হারে দায় কার, জানালেন শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ তোলে ২৯১ রান। যাতে সৌম্য সরকারের একাই ১৬৯ রান। টপঅর্ডারের সমস্যা নিয়ে চিন্তার কথা প্রথম ম্যাচের পর বলেছিলেন এনামুল হক বিজয়। নেলসনে আজ বুধবার (২০ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচ শুরুর আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বলেছিলেন একই কথা। আজ সেটি পরিলক্ষিত হলো আরও একবার। টপ অর্ডারে সৌম্য ছাড়া বাকি চার ব্যাটারের তিনজন দুই অঙ্ক ছোঁয়ার আগে সাজঘরে, তাওহিদ হৃদয় কোনোমতে ১২ রান করেন।
পুরোদস্তুর ব্যাটিং পিচে বাংলাদেশ তিনশর কমে থেমেছে। ২৯১ রান তবু একেবারে খারাপ নয়। কিন্তু, বোলাররা ম্যাচ জমাতে পারেননি একবারের জন্যও। কিউই ব্যাটাররা হেসেখেলেই তুলে নেয় জয়। বাংলাদেশ ম্যাচের পাশাপাশি হারিয়েছে সিরিজও। ম্যাচ শেষে কথা বলতে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতাশার সুরেই তুলে ধরলেন বাংলাদেশের ত্রুটিগুলো।
শান্ত বলেন, ‘এ ম্যাচে আমাদের টপঅর্ডার আবারও ব্যর্থ হয়েছে। আমরা আরও রান তুলতে পারতাম। শুরুর ব্যাটাররা খুব তাড়াতাড়িই ফিরে গেছে। সবকিছুর পরেও এমন পিচে এই রান একেবারে খারাপ নয়। আমাদের বোলাররা কিছু করতে পারেনি। কিউই ব্যাটারদের ন্যূনতম চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হয়েছি আমরা। হারের দায়টা আমাদের সবারই।’
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ ওয়ানডেতে নামবে আর হারবে, এটিই যেন নিয়ম। দেশটিতে তাদের বিপক্ষে ১৮টি ওয়ানডে খেলে একটিতেও জেতেনি বাংলাদেশ। কিন্তু, প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখা যায়নি বাংলাদেশের খেলায়।