আইপিএলে বল প্রতি কত রুপি পাবেন স্টার্ক?
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চিত্রটাই বদলে দিয়েছে আইপিএল। অঢেল অর্থ নিয়ে প্রতিবছর তারার মেলা বসে ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে। এখানে খেলতে উদগ্রীব থাকেন ক্রিকেটাররাও। অর্থ আর রাতারাতি খ্যাতি পাওয়ার আদর্শ মঞ্চ যে আইপিএল। টুর্নামেন্টের আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর)। অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার এখন স্টার্ক। অসি এই পেসারকে নিয়ে চারিদিকে চর্চা হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক। স্টার্কের মূল্যের ওপর ভিত্তি করে ছোট একটি পরিসংখ্যান দেওয়া যাক। তিনি যদি আগামী আসরে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলেন এবং প্রতি ম্যাচেই চার ওভারের বোলিং কোটা পূর্ণ করেন, তাহলে ডেলিভারি প্রতি তিনি পাবেন প্রায় সাত লাখ ৩৬ হাজার রুপি।
গ্রুপ পর্বে প্রতি দল ১৪টি করে ম্যাচ খেলবে। ১০ দল দুই ভাগে ভাগ হবে। প্রতি গ্রুপের দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অপর গ্রুপের পাঁচ দলের সঙ্গে ১০টি এবং নিজ গ্রুপের চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। স্টার্ককে যদি ১৪ ম্যাচেই খেলায় কলকাতা এবং তিনি যদি তার বোলিং কোটা পূর্ণ করেন, তাহলে তিনি মোট ৩৩৬টি বল করবেন।
কিন্তু, সবগুলো ম্যাচ খেলার পাশাপাশি প্রতি ম্যাচেই চার ওভার করার সম্ভাবনা কম। সেক্ষেত্রে তার বল প্রতি প্রাপ্ত অর্থের পরিমাণ আরও বাড়বে নিঃসন্দেহে। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার বলে কথা!