আপনার জিজ্ঞাসা
জান্নাতে কি রাত-দিন আছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩১৩৭তম পর্বে একজন জানতে চাইলেন, জান্নাতে কি রাত-দিন আছে?
অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : জান্নাতে কি রাত-দিন আছে?
উত্তর : ধস্যবাদ আপনাকে। জান্নাতের মধ্য আল্লাহ মানুষের জন্য রাত ও দিনের ব্যবস্থা করতে পারেন। কারণ জান্নাতের মধ্য যেহেতু বান্দাদের আরাম দেবেন সেহেতু জান্নাতিদের জন্য রাত দিতে পারেন। যাতে তার বান্দারা বিশ্রাম নিতে পারে। তবে, দুনিয়ার মতো রাত-দিন সেখানে হবে না। সেখানে সূর্য-চন্দ্র সেখানে আসবে না। সেখানে কীভাবে আসবে সেটা একান্তই আল্লাহ জানেন। আমরা শুধু হাদিস থেকে কিছু বলতে পারি, এসব পরিপূর্ণরূপে আল্লাহই বলতে পারেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।