প্রাগে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা নিহত ১৫
ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় আজ বৃহস্পতিবারের (২১ ডিসেম্বর) এই হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আহত হয়েছে অন্তত ২৪ জন। দেশটির কর্তৃপক্ষ বলছে, ওই বন্দুকধারীকে দমন করার আগে হতাহতের এই ঘটনা ঘটে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, রূপকথার গল্প, প্রাণবন্ত সংস্কৃতি এবং দুর্দান্ত স্থাপত্যের জন্য বিখ্যাত চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। সহিংসতার কারণে ঐতিহাসিক শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ বাহিনী। স্থানীয়দের বাড়ির ভেতরে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
বন্দুকধারীর হামলার ঘটনাটি ঘটেছে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে। ১৪ শতকে নির্মিত ঐতিহাসিক স্থান চার্লস ব্রিজের পাশেই এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান।
হামলার পরপরই দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চেক টিভিকে প্রাগের জরুরি পরিষেবার মুখপাত্র জানা পোস্তোভা বলেছিলেন, ‘আমার কাছে থাকা তথ্যানুযায়ী, এই মুহূর্তে ১১ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে বন্দুকধারীর মরদেহও রয়েছে।’
প্রাগের পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভবনটি বর্তমানে খালি করা হচ্ছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।’ জরুরি পরিষেবার তথ্যমতে, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। আর পাঁচজন মাঝারি ধরনের গুরুত্বর ও ১০ জন সামান্য আহত হয়েছেন।
চেক টিভিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভিট রাকুসান বলেন, ‘সম্ভবত বন্দুকধারী মারা গেছেন। প্রাগের জরুরি পরিষেবা এক্সে এক পোস্টে জানায়, ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স রয়েছে।