নিজের ব্যাটিং নিয়ে চিন্তিত নন শান্ত
এই সময়ে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড সিরিজে অধিনায়কত্বের ভার তার কাঁধে। কিন্তু, তার নেতৃত্বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেই হেরেছে বাংলাদেশ। হাতছাড়া হয়েছে সিরিজ। দুই ম্যাচেই ব্যর্থ টপঅর্ডাররা। শান্ত নিজেও ব্যর্থ। দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫ ও ছয় রান।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল শনিবার (২৩ ডিসেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন আজ শুক্রবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। সেখানে জানালেন, নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন। সব ম্যাচে ব্যাট হাসবে না।
শান্ত বলেন, ‘আমার ইনিংসগুলো নিয়ে আমি চিন্তিত নই। দুইটা ইনিংস গিয়েছে, ভালো করতে পারিনি। একজন ব্যাটার হিসেবে সব ম্যাচে তো আপনি ভালো করতে পারবেন না। যেদিন ভালো ইনিংস খেলব, রান করব, সেদিন যেন দলের জন্য সেটি কার্যকরী হয়।’
এ ছাড়া, দুই ম্যাচেই হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল। সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। আমরা একটা দল হয়ে যেন খেলতে পারি সামনের ম্যাচে, সেদিকে খেয়াল রাখব। ’