হোয়াইটওয়াশ এড়াতে ভোরে মাঠে নামছে বাংলাদেশ
হতাশায় কেটেছে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুটি ম্যাচ। তিন ম্যাচের প্রথম দুই ম্যাচে হারে হাতছাড়া হয়েছে ওয়ানডে সিরিজ। বাংলাদেশের সামনে লক্ষ্য এখন শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো। নিউজিল্যান্ডের সিরিজ জয় নিশ্চিত হয়েছে। শেষটাও জয়ে রাঙানোর প্রত্যাশা তাদের। এমন অবস্থায় নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে আগামীকাল শনিবার (২৩ ডিসেম্বর) মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
ডানেডিনে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৪৪ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ব্যবধান সাত উইকেট। প্রথম ম্যাচ হারের পর বৃষ্টির কারণে নিজেদের পরিকল্পনা ভেস্তে যাওয়াকে দায় করেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে অভিযোগের কোনো সুযোগ থাকেনি। নেলসনে রোদ ঝলমল মাঠে সৌম্য সরকার ইতিহাগড়া ১৬৯ রানের ইনিংস খেললেও বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। ২৯১ রানের পুঁজি নিয়েও বল হাতে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বোলাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ১৮টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। অবস্থা এমন দাঁড়িয়েছে, কিউইদের মাটিতে বাংলাদেশ ওয়ানডেতে নামবে আর হারবে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই বলয় ভাঙতে চায় সফরকারীরা। চোখরাঙানি দিচ্ছে হোয়াইটওয়াশের শঙ্কা। রাখঢাক না রেখেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাইলেন হোয়াইটওয়াশ না হওয়ার দোয়া। বলেন, ‘দোয়া করেন যাতে হোয়াইটওয়াশ না হই।’
দোয়ার চেয়ে বেশি প্রয়োজন মাঠের ক্রিকেটে দলগত পারফরম্যান্স। ঘরের মাঠে শক্তিশালি কিউইদের হারাতে গেলে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও এর বাস্তবায়ন। ম্যাচের আগেরদিন আজ শুক্রবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন শান্ত। তিনিও জানান, ম্যাচ জয়ে প্রয়োজন দলেগত পারফরম্যান্স।
শান্ত বলেন, ‘আমার মনে হয় আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল। সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। আগের ম্যাচে সৌম্য একা ভালো করেছে। এর আগে-পরে কেউই ওভাবে দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। সামনের ম্যাচে আমরা যেন একটা দল হয়ে খেলতে পারি, সেদিকে খেয়াল রাখব।’
দায়িত্ব নিতে ব্যর্থ অধিনায়ক নিজেও। দুই ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে মাত্র ১৫ ও ছয় রান। নিজের ব্যাটিং নিয়ে অবশ্য চিন্তিত না শান্ত। শান্ত বলেন, ‘আমার ইনিংসগুলো নিয়ে আমি চিন্তিত নই। দুইটা ইনিংস গিয়েছে, ভালো করতে পারিনি। একজন ব্যাটার হিসেবে সব ম্যাচে তো আপনি ভালো করতে পারবেন না। যেদিন ভালো ইনিংস খেলব, রান করব, সেদিন যেন দলের জন্য সেটি কার্যকরী হয়।’
স্থানীয় আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, নেপিয়ারের মাঠও ডানেডিনের মতো মেঘাচ্ছন্ন থাকবে। তবে, ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। দুপুরের দিকে আকাশ পরিষ্কার হতে পারে।
বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।