সাকিবের জোড়া সাফল্য, সাজঘরে রাচিন-নিকোলস
ওয়ানডে ক্রিকেটে ২০২৩ সালটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। প্রথম দুই ওয়ানডে হারে সিরিজ হাতছাড়া হয়েছে সফরকারীদের। সিরিজ জয়ের সুযোগ হারালেও হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে লড়ছে নাজমুল হোসেন শান্তর দল। এটিই চলতি বছরে বাংলাদেশের শেষ পঞ্চাশ ওভারের ম্যাচ।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকল্যান্ড পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। শুরুতেই ওপেনার রাচিন রবীন্দ্রর উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দলীয় ১৬ রানের মাথায় তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাচিন। আউটের আগে করেন ১২ বলে আট রান। এরপর আরেক ব্যাটার হেনরি নিকোলসও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। দলীয় ২২ রানের মাথায় সাকিবের বলে তুলে মারতে গিয়ে শান্তর হাতে ধরা পড়েন নিকোলস। ১২ বলে মাত্র এক রান করেন তিনি।
শান্ত অধিনায়ক হিসেবে টেস্টে নিজের অভিষেক ম্যাচে কিউইদের বিপক্ষে অসাধারণ জয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু ওয়ানডে ফরম্যাটে ভিন্ন অভিজ্ঞতা হলো তার। ৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় এখনও অধরাই রয়ে গেছে। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, তার সবকটিতেই তারা হেরেছে। ৯টি টি-টোয়েন্টিতেও ফল একই। সেখানে এবারও প্রথম জয়ের খোঁজ করছে বাংলাদেশ।