রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন সৌম্য
নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৯৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয়ের ব্যাটে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। তবে ইনিংসের পঞ্চম ওভারে চোখে কিছু একটা হওয়ায় স্বস্তি পাচ্ছিলেন না সৌম্য। নিরাপদ থাকতে তাই মাঠ থেকে বেরিয়ে যান এই ক্রিকেটার।
৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড। রীতিমত অবিশ্বাস্য হলেও বাংলাদেশের চমৎকার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। নতুন বলে তানজিম হাসান সাকিব ছন্দ এনে দেন ২ উইকেট নিয়ে। পরবর্তীতে শরিফুল ইসলাম দ্বিতীয় স্পেলে ফিরে টানা তিন ওভারে নেন তিন উইকেট।
ফিরে তানজিম আরেকটি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং স্তম্ভ ভেঙে দেন। সেখান থেকে সৌম্য সরকার নিখুঁত লাইন ও লেন্থে বোলিং করে তুলে নেন ৩ উইকেট। বাকিদের দ্যুতিময় পারফরম্যান্সে মোস্তাফিজুর বিবর্ণ ছিলেন। কিন্তু তার হাত ধরে শেষ সাফল্য পায় বাংলাদেশ।