হেনস্তার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
সান্তাহারে সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটনের সঙ্গে জিআরপি থানার পুলিশ সদস্যদের অন্যায় আচরণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়। আজ সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা।
মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন।
মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাবেক সভাপতি নবির উদ্দিন, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, রেলে নাশকতার অভিযোগে গত শুক্রবার সান্তাহার জিআরপি পুলিশ জয়পুরহাট জেলার আক্কেলপুর এলাকা থেকে তিন যুবককে আটক করে। সেই সংবাদ সংগ্রহের জন্য জিআরপি থানায় যান যমুনা টেলিভেশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন। তিনি জিআরপি থানার সামনে গিয়ে ছবি তোলার সময় লুঙ্গি ও গেঞ্জি পরা কনস্টেবল নূরুল ইসলাম প্রথমে ছবি তুলতে বাধা দেন। এরপর তিনিসহ আরও দুই পুলিশ সদস্য মোট তিনজন ছোটনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ছুটে এসে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করেন।
ঘটনার পর বিভিন্ন সংবাদপত্রে ও টেলিভিশনে সাংবাদিক হেনস্তার খবর প্রচার হলে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মমকর্তারা কনস্টেবল নূরুল ইসলামসহ জড়িতদের প্রত্যাহার করে পাকশি রেল পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেয়। এ ছাড়া একটি তদন্ত কমিটি গঠন করে। তবে এখনও তদন্ত কার্যক্রম শুরু হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, সাংবাদিক শফিক ছোটনকে হেনস্তার ঘটনায় সঠিক তদন্ত করে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
কর্মসূচিতে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক সংগঠনের নেতারাও অংশ নিয়ে প্রতিবাদ জানান।