এখন থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু : হাথুরুসিংহে
আগামী বছর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠেয় আসরে এখন থেকেই চোখ রাখছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিউজিল্যান্ডে আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ তিন টোয়েন্টি-সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে নেপিয়ারের ম্যাকলিন পার্কে। এই ম্যাচ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান হাথুরুসিংহে।
চলতি বছর আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিতেছে সাতটিতেই। হার কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে। সবগুলো ম্যাচই বাংলাদেশ খেলেছে ঘরের মাঠে। বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটা তাই ভিন্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। যেখানে ৯টি টি-টোয়েন্টি খেলেও কোনো জয় নেই বাংলাদেশের।
সেই চ্যালেঞ্জের চেয়েও হাথুরুসিংহে বড় করে দেখছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে। ম্যাচের আগে আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী বছর আমরা আটটি টি-টোয়েন্টি ম্যাচ পাব। এই সিরিজের তিনটিসহ মোট ১১টি ম্যাচ। এই সময়টাতে ছেলেদের সামনে সুযোগ নিজেদের সামর্থ্য প্রমাণ করার। যোগ্যতা দিয়ে দলে জায়গা করে নেওয়ার। আমাদেরও কিছু পরিকল্পনা আছে, সেসব নিয়ে এগিয়ে যাব। সামনে বিপিএল আছে। সেখানে চোখ থাকবে নির্বাচকদের। সবমিলিয়ে আমরা আমাদের মতো করো এগোবো।’
এ ছাড়া, কালকের ম্যাচ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন হাথুরুসিংহে। ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘এই মাঠেই বাংলাদেশ সর্বশেষ ওয়ানডেতে জিতেছিল। টি-টোয়েন্টিও শুরু হবে এখানে। উইকেট একই রকম দেখলাম। তা ছাড়া, ফরম্যাট ভিন্ন হলেও এই জয় ছেলেদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’