মেলবোর্ন টেস্ট চলাকালীন আম্পায়ার লিফটে আটকা, এরপর যা হলো
নানা কারণেই ক্রিকেট ম্যাচ থমকে যেতে পারে। কখনও এর পেছনে কারণ থাকে কারও অসুস্থতা, কখনও বৃষ্টি কিংবা আলোকসল্পতা। কিন্তু মেলবোর্ন টেস্টে এবার খেলা বন্ধ থাকল সম্পূর্ণ ভিন্ন কারণে। কারণটা হলো, আম্পায়ারের লিফটে আটকে যাওয়া! আম্পায়ার লিফটে আটকে থাকার কারণে বেশি কিছুক্ষণ বন্ধ ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ।
আজ বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ঘটনাটি ঘটেছে। তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ নিজের আসনে ফিরছিলেন। কিন্তু মেলবোর্নের মাঠের লিফ্টে তিনি আটকে পড়েন। সম্প্রচারকারী চ্যানেলের তরফে ইলিংওয়ার্থের ফাঁকা আসন দেখানো হতে থাকে। মাঠে সব ক্রিকেটারেরা নেমে পড়েছিলেন। তাও খেলা শুরু হচ্ছিল না। মাঠে হাজির দর্শকেরা আসল কারণ বুঝতে পারছিলেন না।
কিন্তু ধারাভাষ্যকারদের দৌলতে আসল কারণ প্রকাশ্যে আসে। তাঁরা জানান, লিফ্টে আটকে পড়েছেন ইলিংওয়ার্থ। মাঠে থাকা এক আধিকারিককে দেখা যায় দৌড়ে গিয়ে ইলিংওয়ার্থকে সাহায্য করতে। দুই অন-ফিল্ড আম্পায়ার মাইকেল গফ এবং জোয়েল উইলসন ক্রিকেটারদের আসল ঘটনার ব্যাপারে জানান। এই কারণে প্রায় দশ মিনিটের কাছাকাছি ম্যাচ বন্ধ থাকে।
ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, ‘অদ্ভুত কারণে খেলা বন্ধ হওয়ার ব্যাপারে ক্রিকেট বরাবর প্রথম স্থানেই থাকবে।’
আরেক ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম বলেছেন, ‘এই ঘটনা অতীতে কোনো দিন তিনি দেখেননি। এর পরেই দু’জনে হাসিতে ফেটে পড়েন।
ভনের পাল্টা প্রশ্ন, ‘আপনারা কখনও এ রকম অদ্ভুত কারণে খেলা বন্ধ হতে দেখেছেন?’
ওয়াসিম আকরাম তখন মাথা নাড়িয়ে উত্তর দিলেন ‘না’!