জাপানের ভূমিকম্পে সুনামির সতর্কতা রাশিয়ায়
শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে জাপানে। আজ সোমবার (১ জানুয়ারি) অনুভূত হওয়া ভূমিকম্পটির রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক পাঁচ। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়। জাপানের ভূমিকম্পে রাশিয়াও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার সাখালিন ও প্রশান্ত মহাসাগরীয় শহর ভ্লাদিভোস্টকে সুনামির সতর্কতা দেওয়া হয়েছে। জাপানের ভূমিকম্পের পরই এমনটি করা হয়।
জাপানের উত্তরে অবস্থিত সাখালিন দ্বীপ। আর ভ্লাদিভোস্টক রাশিয়ার প্রধান প্রশান্ত মহাসাগরীয় শহর।
সাখালিন কর্তৃপক্ষ বলছে, দ্বীপটির পশ্চিমাঞ্চল সুনামির ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে জোর দিয়েছিল যে, এই ঢেউ জীবনের জন্য বড় হুমকি সৃষ্টি করবে না। এমনকি, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়নি তারা।
বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছে জরুরি পরিষেবা দপ্তর। তারা বলছে, সুনামিতে সৃষ্ট ঢেউয়ে সাখালিনের পশ্চিম উপকূল প্রভাবিত হতে পারে। তবে, ঢেউয়ের উচ্চতা বেশি হবে না। ৬০ সেন্টিমিটারের বেশি না হলে আমরা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কথা বলা হয় না।
স্থানীয় সময় রাত ৮টা ৪৪ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৯৪৪) সুনামিতে সৃষ্ট ঢেউ রাশিয়ার নেভেলস্কি শহরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
ভ্লাদিভোস্টক শহর কর্তৃপক্ষও সুনামির সতর্কতা জারি করে জেলেদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিয়েছে। শহরটির উপকূলে শূন্য দশমিক তিন মিটার উচ্চতার ঢেউ হতে পারে ধারণা করা হচ্ছে।