এমবাপ্পের জন্য আবারও চেষ্টায় রিয়াল মাদ্রিদ
রিয়ালে মাদ্রিদে আসছেন কিলিয়ান এমবাপ্পে। এই বাক্যটি গত কয়েক মৌসুম ধরে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। কিন্তু, আসি আসি করেও আসা হয় না এমবাপ্পের। গেল কয় মৌসুম ধরে প্রতিবার দলবদলের বাজারে সবচেয়ে বেশি আলোচনা হয় মাদ্রিদ-এমবাপ্পেকে নিয়ে। গত মৌসুমে তো এমবাপ্পের মাদ্রিদে চলে আসার জোরালো সম্ভাবনা ছিল।
শুরু হয়েছে আরেকটি দলবদল। গতকাল সোমবার (১ জানুয়ারি) থেকে শুরু হলো জানুয়ারির দলবদল। মাদ্রিদের কর্মকর্তাদের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানায়, এবারই শেষবারের মতো এমবাপ্পের জন্য প্রস্তাব রাখবে মাদ্রিদ। আগের সবকিছু বাদ দিয়ে একদম নতুনভাবে প্রস্তাব রাখা হবে পিএসজির কাছে। ফরাসি তারকা ও পিএসজি যদি সেটি গ্রহণ করে, তাহলে ভালো। না হলে, এটিই হতে পারে এমবাপ্পের জন্য দেওয়া মাদ্রিদের শেষ প্রস্তাব।
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ফরাসি তারকা এমবাপ্পের স্বপ্নের ক্লাব। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের আদর্শ মানা এই তারকা মাদ্রিদের সাদা পোশাকে কেলতে চান, এটি জানিয়েছেন বহুবারই। ছাড়তে চেয়েছেন পিএসজি। কিন্তু, বিভিন্ন সময় বিভিন্ন জটিলতায় সেটি আর হয়ে ওঠেনি।
সর্বশেষ, চলতি মৌসুম শুরুর আগে গত বছর তার মাদ্রিদে আসা এক প্রকার নিশ্চিতই ছিল। পিএসজির সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, এই ফরাসি স্ট্রাইকার মেয়াদ শেষ করলে তাকে ক্লাবের তরফ থেকে ছয় কোটি ইউরো (ইউরোপের মুদ্রা) বেতন ও নয় কোটি আনুগত্য বোনাস দেওয়া হবে। আর যদি এর মধ্যে ক্লাব ছাড়ে তাহলে কোনো অর্থই পাবেন না এমবাপ্পে। সে কারণেই প্যারিসে থেকে যান তিনি, যার মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে।