শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে চারগুণ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে উঠে এসেছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমেছে ৩ দশমিক ৮৮ গুণ বেশি। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ডিএসইতে ৫১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন ছিল ৫৫৩ কোটি ৭৮ লাখ টাকা। অপরদিক এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ৪০০ কোটি টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮০ হাজার ৮২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৩ দশমিক ৪১ পয়েন্টে। ডিএস৩০ সূচক এক দশমিক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৯ দশমিক ৮৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক শূন্য সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬০ দশমিক ১৫ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৪টির ও কমেছে ১৩২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৬৬টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ২১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ২০ কোটি ৫৭ লাখ টাকা, বিডি থাইয়ের ১৯ কোটি ৮৬ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ১৭ কোটি ৪৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৬ কোটি ৪৪ লাখ টাকা, ইন্ট্রাকোর ১৪ কোটি ৯৭ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১২ কোটি ৯৪ লাখ টাকা, আইএফআইএল ইসলামি ফান্ড ওয়ানের ১১ কোটি ৪৩ লাখ টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ কোটি ৪২ লাখ টাকা এবং সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।
অপরদিক সিএসইতে মঙ্গরবার ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৯ কোটি ৩১ লাখ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৫ হাজার ৫৪৪ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৫ হাজার ৯৬৪ কোটি ৬৫ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮৬ দশমিক ২২ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৪৮ পয়েন্ট, সিএসই৩০ সূচক সাত দশমিক ৮৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১২ দশমিক শূন্য তিন পয়েন্টে এবং সিএসআই সূচক দুই দশমিক ৬৬ পয়েন্ট কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ২০০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৫টির, কমেছে ৬৬টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৯৯টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকোর ৬৮ লাখ টাকা, খান ব্রাদার্সের ৪৪ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৪০ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ৪০ লাখ টাকা, ফার কেমিক্যালের ২৮ লাখ টাকা, সী পার্ল বিচের ২৭ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ২৪ লাখ টাকা, বিডি থাইয়ের ২৩ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২১ লাখ টাকা এবং সেন্ট্রাল ফার্মার ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।