রাজধানীতে ২০০ ভরি স্বর্ণ লুট, পুলিশসহ গ্রেপ্তার ৬
রাজধানীর উত্তরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে একজন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। এ ঘটনায় আরও একাধিক পুলিশ সদস্য জড়িত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম গৌরাঙ্গ দত্ত। গাজীপুরের টঙ্গী বাজারের সোনালী মার্কেটে তাঁর শিল্পী জুয়েলার্স নামে একটি দোকান আছে। ঘটনার আগের দিন (১৩ ডিসেম্বর) দোকানের ওই স্বর্ণ (প্রায় দুই কোটি টাকা দাম) নিয়ে তিনি পুরান ঢাকার তাঁতীবাজার থেকে গলিয়ে এনে উত্তরার বাসায় রাখেন। পরদিন ভোরে ওই স্বর্ণ নিয়ে দোকানের উদ্দেশে বের হন। সকাল সাড়ে ৬টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম অ্যাভিনিউয়ে পৌঁছালে, চারজন লোক মাইক্রোবাস থেকে নেমে ডিবি পরিচয়ে অনিককে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলেন। পরে তাঁর কাছ থেকে স্বর্ণ ও মুঠোফোন কেড়ে নিয়ে মেট্রোরেলের উত্তরা স্টেশনের কাছে ফেলে যান।
এই ঘটনার বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এনটিভি অনলাইনকে বুধবার রাতে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা পাঁচ-ছয়জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে ওসি আবুল হাসান গ্রেপ্তারকৃতদের নাম বলেননি।