ফরিদপুরে এবারের নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ : এ কে আজাদ
ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ তাদের ওপর হামলা, হুমকির কথা উল্লেখ করে বলেছেন, এবারের নির্বাচনে ফরিদপুরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে প্রতিনিয়ত আমাদের হুমকি দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শহরের ঝিলতুলি এলাকার নির্বাচনি জনসংযোগের সময় এনটিভি অনলাইনকে এসব কথা বলেন এ কে আজাদ।
এ কে আজাদ বলেন, ‘ভোটের মাঠে জনগণের এমন সারা পাচ্ছি যা আমি অতীতে আশা করতে পারিনি। মানুষ আমাকে ভালোবাসে। আগামী নির্বাচনে আমাকে তারা জয়ী দেখতে চায়। তাদের জনপ্রতিনিধি হিসেব আমাকে পেতে চায়।’
এক প্রশ্নের জবাবে আজাদ বলেন, ‘এবারের নির্বাচন, বিশেষ করে ফরিদপুরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি খুব কঠিন নির্বাচন হচ্ছে। আমাদের হুমকি দেওয়া হচ্ছে, হামলা চলছে।’
নির্বাচনি প্রচার-প্রচারণার সময় বিভিন্ন বাধার বিষয়ে আজাদ বলেন, ‘১৮ ডিসেম্বর আমার নির্বাচনি ক্যাম্প ভেঙ্গে দেওয়া হয়। নেতাকর্মীদের মারধর করা হয়। পরপর আট থেকে ১০ দিন আমার লোকদের মারধর করা হয়। বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হয়। ১২টা ইউনিয়নসহ শহরের অনেক জায়গায় ক্যাম্প করতে দেওয়া হয়নি। এখনও প্রতি মুহূর্তে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের ভূমিকা সম্পর্কে আজাদ বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে। প্রশাসনের ওপরও হুমকিদাতারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তারপরও প্রশাসন চেষ্টা করছে, একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার।’
এ কে আজাদ আরও বলেন, ‘প্রতিটি ভোটার নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তবে, আমার প্রতিপক্ষ বিভিন্ন কেন্দ্রে জোর করে তাদের পক্ষে ভোট নেওয়ার চেষ্টা করবে। এ ধরনের অনেক খবর আমার কাছে আছে। ওসব কেন্দ্রে যাতে আমাদের পোলিং এজেন্ট না যায়, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।’
তবে এসব হুমকি, হামলা মাথায় নিয়েই জনগণের ভালোবাসায় আগামী ৭ তারিখের নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন এ কে আজাদ।