ময়মনসিংহে দুটি ভোটকেন্দ্রে আগুন, গ্রেপ্তার ৫
ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইলে দুটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার প্রায় সাড়ে সাতশ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) রাতে নান্দাইল ও গফরগাঁও উপজেলার দুটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, নান্দাইলের হরিপুর ও গফরগাঁও পরশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রাতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন গফরগাঁওয়ের ঘটনায় স্কুলের দপ্তরি আরিফ ও মদদদাতা সাব্বির, নান্দাইলের ঘটনায় মতিউর রহমান, মো. সোহেল এবং আব্দুল কাইয়ুম।
আটক ব্যক্তিরা আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশ সুপার।
এ দিকে আজ ১৭১ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রে ব্যালট যাবে ভোরে। ভোট নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর ১৩টিম, বিজিবির ১৯টিম, র্যাবের ২২টিম, আনসারের ২১টিম মিলে ১৬ হাজার ৩২০ জনের যৌথ বাহিনী ভোটের দিন মাঠে থাকবে।