বিশ্বকাপে স্বপ্নযাত্রার আগে যুবাদের অন্যরকম দিন
বাংলাদেশের ক্রিকেটে এখন সুসময়ের হাওয়া বইছে। তাতে, মিষ্টি একটা সুঘ্রাণ এনেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গত মাসেই যুবারা জিতেছে এশিয়া কাপ। লক্ষ্য এখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ।
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলার যুবারা। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (৬ ডিসেম্বর) হয়ে গেল বিশ্বকাপ দলের আনুষ্ঠানিক ফটোসেশন।
যুবারা এখন আছেন ফুরফুরে মেজাজে। তাদের আনন্দ আরেকটু বাড়িয়ে দিলেন বয়সভিত্তিক দলের প্রধান নির্বাচক হান্নান সরকার, কোচ স্ট্রয়ার্ট ল, ব্যাটিং কোচ ওয়াসিম জাফররা। সঙ্গে যোগ দিয়েছেন শাহরিয়ার নাফীসও। সবার আলোচনায়, তরুণদের ব্লেজারে অস্বস্তি। ক্রিকেটারদের অনেকে ব্লেজার পরে তা ঠিকঠাক করতে গিয়ে করেছেন মজার কাণ্ড। তা নিয়েই হয়েছে হাসি-মজা। যা দলকে চাঙা করছে খানিকটা।
ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। বিশ্বকাপ নিয়ে দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘খেলাটা শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। সেটি হলে একটু ভালো হতো। উপমহাদেশের চেনা পরিবেশে ছেলেরা সাবলীল থাকত। এখন খেলা হবে দক্ষিণ আফ্রিকায়। হঠাৎ ভেন্যু বদলে যাওয়া একটা চ্যালেঞ্জ। তা অবশ্য সব দলের জন্যই। ছেলেদের বলব, চাপ নিতে না। নিজেদের মতো করে খেলুক। এই দলটা এশিয়া কাপ জিতেছে। পূর্ণ আস্থা আছে ওদের ওপর।’
বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। রাব্বি-শিবলিদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।