হালান্ডকে টপকে দামি ফুটবলার এখন বেলিংহাম
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ছুটছেন জুড বেলিংহাম। মাদ্রিদের মূল তারকায় পরিণত হয়েছেন তিনি। তরুণ এই তারকা প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। পরিণত হয়েছেন সবচেয়ে দামি ফুটবলারে। এতে পেছনে ফেলেছেন ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ডকে।
লম্বা সময় ধরে ইউরোপিয়ান ফুটবল মানেই ছিল লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব। ইউরোপের পাট চুকিয়েছেন দুজনই। এসেছেন তরুণরা। ইউরোপিয়ান ফুটবল এখন বেলিংহাম, হালান্ডদের মতো তরুণদের দখলে।
সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল জরিপ সংস্থা সিআইইএস ফুটবল অবজারভেটরির সর্বশেষ জরিপে ইউরোপের সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হয়েছেন বেলিংহাম। মাদ্রিদের ২০ বছর বয়সী এই ইংলিশ তারকার মার্কেট ভ্যালু ২৬৮ মিলিয়ন ইউরো। সিআইইএসের গতবারের জরিপে সবচেয়ে দামি ছিলেন ম্যানসিটির নরওয়েজিয়ান তারকা হালান্ড। তিনি এবার দ্বিতীয় স্থানে আছেন। তার মূল্য ২৫১ মিলিয়ন ইউরো।
তৃতীয় স্থানে আছেন মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস রদ্রিগেজ। তার মূল্য ২৫০ মিলিয়ন ইউরো। ভিনির পরেই আছেন মাদ্রিদের আরেক তরুণ তুর্কি রদ্রিগো। তার মূল্য ২৫৮ মিলিয়ন ইউরো। ২২৩ মিলিয়ন ইউরো মার্কেট ভ্যালু নিয়ে পাঁচে আছেন আর্সেনাল তারকা বুকায়ো সাকা।
জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে চলতি মৌসুমে ১০৩ মিলিয়ন ইউরোয় মাদ্রিদে যোগ দেন বেলিংহাম। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৭ গোল করেছেন তিনি।