মেসিকে ব্যালন ডি’অর পাইয়ে দিতে তদবির করেছিল পিএসজি?
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ। মেসি এখন ইন্টার মায়ামির ফুটবলার। সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছেন মায়ামির হয়ে। পিএসজির সঙ্গে শেষ দিকে মেসির সম্পর্কেও ফাটল ধরে। কিন্তু, হঠাৎ করেই গুঞ্জন— সেই পিএসজিই তদবির করেছিল মেসির ২০২১ ব্যালন ডি’অর জয়ে! ফরাসি গণমাধ্যম লে মন্দের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
ব্যালন ডি’অর দেওয়া হয় ফ্রান্স ফুটবল সাময়িকীর পক্ষ থেকে। ফ্রান্স প্রসিকিউশন অফিস ও ফ্রান্স পুলিশের তদন্তে উঠে আসে, পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বিভিন্ন সময়ে ফ্রান্স ফুটবল সাময়িকীর তৎকালীন প্রধান সম্পাদক প্যাসকেল ফেরেকে প্রভাবিত করেছেন। কাতার এয়ারওয়েজের টিকিট, বিমানে বিলাসবহুল ভ্রমণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের ভিআইপি টিকিটসহ নানাবিধ সুবিধা দিয়ে ফেরেকে প্রভাবিত করেছে পিএসজি।
এর পেছনের কারণ হিসেবে ফ্রান্স পুলিশ জানায়, যে সময় পেরেকে প্রভাবিত করে পিএসজি, তিনি তখন ব্যালন ডি’অরের অন্যতম সংগঠক ও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কোনো খেলোয়াড় যখন সেরার পুরস্কার পান, স্বভাবতই তার ক্লাব লাভবান হয়। খেলাইফির চাওয়াটাও তাই স্বাভাবিক। ২০২১ এ মেসি সপ্তম ব্যালন ডি’অর জেতেন পিএসজির জার্সিতেই।
যদিও, অভিযোগ অস্বীকার করেছে পিএসজি। এখনও অবশ্য তদন্ত চলমান। ফ্রান্স পুলিশের হাতে বেশ কিছু তথ্য ও প্রমাণ এসেছে। সেসব নিয়ে তারা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।
এর আগে, গত ৩০ অক্টোবর রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর ওঠে মেসির হাতে।