চাঁদপুরে নৌকা-ঈগল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর
চাঁদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা ও ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মুন্সীরহাট এলাকায় আজ রোববার বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহিত চৌধুরীর গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে। পরে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, চাঁদপুর-৪ আসনের সুবিদপুর ইউনিয়নের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহম্মদ শফিকুর রহমানের সমর্থকরা জোরপূর্বক ব্যালট পেপার নিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। তখন স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া (ঈগল প্রতীক) এবং অন্যান্য প্রার্থীর এজেন্টরা বাধা দিলে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়ার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়। তখন মোহাম্মদ শফিকুর রহমানের সমর্থকরা অবৈধভাবে ব্যালট পেপার নিয়ে কিছু ভোট কেটে নেয়।
সাইদুল ইসলাম আরও জানান, নির্বাচনি কর্মীরা ক্ষুব্ধ হয়ে উত্তেজিত জনতা ইটপাটকেল নিয়ে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা করে। হামলার একপর্যায়ে রাস্তায় থাকা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ির সামনে ও পাশের জানালার কাচ ভাঙচুর করে।
এ ঘটনায় কাউকে আটক কিংবা মামলা হয়নি বলেও জানান ওসি সাইদুল ইসলাম।