পাস করেনি ২৩ দলের কেউই
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। একটি বাদে এ পর্যন্ত পাওয়া গেছে মোট ২৯৮ আসনের ফলাফল। সেখানে দেখা গেছে, এবার নির্বাচনে ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিলেও ২৩টি দলের কোনো প্রার্থীই পাননি বিজয়।
গতকাল রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে টানা বিকেলে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোটগণনা। কেন্দ্র-কেন্দ্র থেকে আসতে থাকে ফলাফল। পরে রিটার্নিং কর্মকর্তারা ঘোষাণা করেন বেসরকারি ফলাফল।
গভীর রাত পর্যন্ত বেসকারিভাবে ঘোষিত ২৯৮টি ফলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এবার নির্বাচনে অংশ নেওয়া ২৮টি দলের ২৩টিরই কোনো প্রার্থী পাস করতে পারেননি। আর যে পাঁচটি দল থেকে প্রার্থীরা পাস করেছেন, সেই দলগুলো হলো–আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ও কল্যাণ পার্টি। যদিও এই দলগুলোর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির একজন করে মোট দুজন মহাজোট মনোনীত হয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া বাদবাকি আসনে জিতেছেন স্বতন্ত্রপ্রার্থীরা।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নামেন মোট এক হাজার ৯৬৯ প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগ ২৬৫টি, জাতীয় পার্টি ২৬৪টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৬৬টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৬টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ২৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া ভোটের লড়াইয়ে স্বতন্ত্রপ্রার্থী ছিলেন ৪৩৬ জন।
প্রতিদ্বন্দ্বিতার ফলাফলে বিজয়ীর তালিকায় আসেন আওয়ামী লীগ থেকে ২২২ জন, জাতীয় পার্টি লাঙ্গলের ১১ জন, মহাজোট মনোনীত জাসদ থেকে নৌকা প্রতীক নিয়ে একজন ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একজন, কল্যাণ পার্টির একজন এবং স্বতন্ত্র ৬২ জন।