মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের নির্বাচন
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় যুক্তরাষ্ট্র হতাশ।
নির্বাচনকালীন সময়ে এবং এর আগের মাসগুলোতে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। সব দলের প্রতি সহিংসতা পরিহার করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।