কৌশিকের ‘৩৬ ঘণ্টা’ ওয়েব সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে
ব্যবসা সামলাতে মোটা টাকা ঋণ নেওয়া এবং তার পর শেয়ার বাজারে ধস। রাতারাতি আর্থিক অনটন নীহারের দরজায় কড়া নাড়ে। সমস্যা থেকে মুক্তি পেতে উপায় আবার টাকা ধার করা। এদিকে বাড়তে থাকে পাওনাদারদের তাগাদা। টাকার সন্ধানে বার হতেই নীহারের হাতে চলে আসে এক ব্যাগ টাকা। লোভ সামলাতে না পেরে টাকা আত্মসাৎ করতে গিয়েই তার জীবন অন্য দিকে বাঁক নেয়।
এই প্রেক্ষাপটেই তাঁর নতুন ওয়েব সিরিজ়টি সাজিয়েছেন পরিচালক জন হালদার। নাম ‘৩৬ ঘণ্টা’। সিরিজটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কৌশিক রায়। এ ছাড়াও সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রিয়া গঙ্গোপাধ্যায়, সোমনাথ চক্রবর্তী, প্লাবন বসু ও দেবশ্রী রায় প্রমুখ।
কৌশিক মূলত ছোট পর্দায় চুটিয়ে অভিনয় করেন। সেখানে এই ওয়েব সিরিজ নিয়েও বেশ আশাবাদী তিনি। তিনি বললেন,‘নিতান্ত সাধারণ মানুষের চরিত্রে আগেও অভিনয় করেছি। কিন্তু ভীত, আবার পালিয়ে বেরাচ্ছে লোভে জর্জরিত একজন—এ রকম চরিত্র বেশ কঠিন ছিল। আশা করছি, চরিত্রটা দর্শকের মনে জায়গা করে নেবে।’
পরিচালক সিরিজের গল্পটিকে সময়োপযোগী বলেই উল্লেখ করলেন। তাঁর কথায়, ‘আমি এটাই বলতে চেয়েছি যে, কীভাবে আমাদের সমস্ত কাছের মানুষরাও বিপদের সময় বদলে যেতে পারে এবং লোভ কতটা মারাত্মক পরিণতির দিকে আমাদের প্রতিনিয়ত ঠেলে দিতে পারে।’
সিরিজটি চলতি মাসেই ‘ক্লিক’ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।