সব হতাশা ভুলে শেষ ম্যাচের সাফল্যে প্রত্যয়ী বাংলাদেশ
বেঙ্গালুরুতে ভারতের সঙ্গে ম্যাচে এক রানের হারটি যেন ভোলার নয়। অপ্রত্যাশিত সেই হারের হতাশায় মুষড়ে পড়েছে পুরো বাংলাদেশ দলই। দলের প্রতিটি খেলোয়াড়ই অনেকটা শোকে স্তব্ধ। তবে এসব হতাশা ভুলে আসরে নিজেদের শেষ ম্যাচে ভালো করতে প্রত্যয়ী মাশরাফিরা।
শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে সুপার টেনের শেষ ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
আগের তিন ম্যাচে হেরে যাওয়ায় আসর থেকে বাংলাদেশের বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে। তাই অনেকটা নিয়মরক্ষার ম্যাচে কিউইদের সঙ্গে লড়বে লাল-সবুজের দল।
অবশ্য এই নিয়মরক্ষার ম্যাচেও সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ শুক্রবার কলকাতায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগের ম্যাচের সেই হারটি আসলে মেনে নেওয়ার মতো নয়। দলের কোনো খেলোয়াড়ই তা মেনে নিতে পারছেনও না। তবে এসব হতাশা ভুলে আমরা এখন প্রত্যয়ী পরের ম্যাচে ভালো করতে। আশা করছি নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে আমরা সাফল্য পাব।’
অবশ্য সেই ম্যাচে হারের জন্য কেউ কাউকে দোষারোপ করছে না বলেও জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘খেলোয়াড়রা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে এটি আমাদের জন্য একটা ভালো দিক। তবে আগের ম্যাচে হারের জন্য কোনো খেলোয়াড়ই কাউকে দোষারোপ করছে না। আমরা চাই নতুন করে ঘুরে দাঁড়াতে। আমার বিশ্বাস চেষ্টা করলে অবশ্যই তা সম্ভব।’
তবে সামনে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে বলে মনে করেন মাশরাফি, ‘ভারতের বিপক্ষে সেই ম্যাচে জিততে পারলে এই আসরে আমাদের জন্য ভালো হতো এটা ঠিক। তবে একটি হারের কারণে যে বাংলাদেশের থেমে যাবে তা আমি মনে করি না। আমার বিশ্বাস সামনে আমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে।’